বুধবার , ২৮ জুন ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাওয়ে জমি দখলকে কেন্দ্র করে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৮, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে মারপিট ও নারীদের শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি গত শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম পারপূগী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোছা: মুক্তা পারভীন নামে এক নারী বাদী হয়ে সম্প্রতি গত রোববার ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পশ্চিম পারপূগী গ্রামের শরিফুল ইসলাম নিজের ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে পাপ্ত জমি ভোগ দখল করে বিভিন্ন ফসল আবাদ করে আসছেন। কিন্তু পাশ্ববর্তী শাহপাড়া গ্রামের মো: কফিলউদ্দীনের ছেলে মো: আফসারুজ্জামান লিমন (২৯) একদল লোকজন নিয়ে জবর দখলের উদ্দেশ্যে ঐ জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন। এ সময় শরিফুল ইসলাম, তার স্ত্রী ও পরিবারের লোকজন বাঁধা দিলে আফসারুজ্জামান লিমন ও তাদের বাহিনী শরিফুল ইসলামকে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় তার স্ত্রী মুক্তা পারভীন ও তার নাবালিকা কন্যা সামিয়া তাসনিম এগিয়ে গেলে তাকেও মারপিট করে জামা-কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বিবাদীরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউপির শাহাপাড়া গ্রামের কফিল উদ্দীন (৫৮), তার স্ত্রী মোঃ লায়লুন নাহার (লিলা) (৪৪), ছেলে মো: আফসারুজ্জামান লিমন (২৯), মৃত আলী হোসেন চৌধুরীর ছেলে সুলতান আলী চৌধুরী (৪৫), তার স্ত্রী মরিয়ম চৌধুরী (মিরা) (৪০), পশ্চিম পারপূগী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৫২), জাহাঙ্গীর আলমের স্ত্রী লিপি আক্তার (৪৪), পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার সিপাইপাড়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী হীরা আক্তার (৩২), ঠাকুরগাঁও সদর উপজেলার মালিগাঁও গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে লতিফর রহমান (৪৮), ফুটকিবাড়ী গ্রামের মৃত আবিরুল ইসলামের ছেলে আইনউদ্দীন (৫০), পারপূগী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪০) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে টানা বর্ষণে বাঁশের সাঁকো নদীতে বিলীন, দুভোর্গে গ্রামবাসী

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

বিরলে গৃহবধূর লাশ উদ্ধার\ ঘটনায় স্বামী আটক

পার্বতীপুরে পৃথক ঘটনায় প্রাণ গেল দুজনের

বোচাগঞ্জে ট্রেনে কাঁটা  পড়ে তরুনীর মৃত্যু

বোচাগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে তরুনীর মৃত্যু

দিনাজপুর জেলা জজ আদালতের জিপি মনোনিত হওয়ায় এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমকে সংবর্ধনা

হাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

হিলিতে পিঁয়াজের দাম কেজিতে ৫০টাকা বেড়েছে

হরিপুরে বাঁশ শিল্পের মাধ্যমে জীবিকানির্বাহ

রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি