দিনাজপুরের কাহারোল কান্তনগর এলাকায় ঢেপা নদীতে গোসল করতে নেমে দুই তরুণ পানিতে তলিয়ে গেছে। রংপুর ফায়ার সার্ভিস থেকে ডুবুরি ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। রবিবার বিকাল সাড়ে ৬টা পর্যন্ত তলিয়ে যাওয়া তরুনদের উদ্ধার করতে পারেনি।
এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টায় কান্তনগর সেতুর ৫০০মিটার উত্তরে ঢেপা নদীতে গোসল করতে নেমে তারা তলিয়ে যায়।
পানিতে নিখোঁজরা হলেন-বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর গ্রামের হাফেজ ইব্রাহীম (১৫) ও কাহারোল উপজেলার দীপনগর গ্রামের মিম (১৬)।
স্থানীয়রা জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন তরুণ একসঙ্গে কাহারোল উপজেলার কান্তনগর পাড়ায় কান্তনগর সেতুর ৫০০মিটার উত্তরে ঢেপা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর স্রোতে ইব্রাহীম ও মিম তলিয়ে যায়। তাদের তলিয়ে যেতে দেখে অন্যান্যরা চিৎকার শুরু করলে এলাকার লোকজন এসে নদীতে উদ্ধার কাজ চালায়। তাদের খুঁজে না পেয়ে কাহারোল উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো নিখোঁজদের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন।