দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুর শিক্ষা বোর্ডের অনিয়ম আড়াল করতে অডিট টিমের ঘুষ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান চালিয়েছে।
গতকাল রবিবার বিকালে দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয়, দিনাজপুর এ অভিযানে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন।
তিনি জানান, অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম,অভিযোগে উল্লেখিত ব্যাংক বিবরণী পর্যালোচনা করে ঘুষ লেনদেনের প্রাথমিক সত্যতা পায় এবং কেনাকাটার বিভিন্ন অনিয়ম সংক্রান্ত বিষয়ে টিম কেনাকাটা সংক্রান্ত বিভিন্ন রেকর্ড পত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেন।