বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের ধনতলা ঝাড়বাড়ী এলাকায় এক শিশুকে নির্যাতন করার অভিযোগে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, গত ৪/৪/২০২৩ ইং তারিখ সেতাবগঞ্জ পৌরসভার এলএসডি গোডাউনের সামনে (ঝাড়বাড়ী) এলাকায় মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ঔষধ ব্যবসায়ী মোঃ মিজানুর রমহান রনির প্রথম শিশু পুত্র সোহান কে প্রেসার মাপা কে কেন্দ্র করে ধনতলা ঝাড়বাড়ী এলাকার মোঃ ফজলুর রহমান (৫৫) অকথ্য ভাষায় গালিগালাজ করে। সোহান প্রতিউত্তর করলে ফজলুর রহমান সোহানকে হত্যার উদ্যোশে তার বাম হাত মোছরাইয়া ভেঙ্গে দেয় এবং তার ছেলে মোঃ মোনায়েম (২৮) ঘটনাস্থলে এসে দোকানের স্যাটারের রড দিয়ে সোহানের বাম হাতে আঘাত করে হাত গুরুত্বর জখম করে। যার ফলে মোঃ সোহান (১৬) এর বাম হাতের ৩টি অংশের হাড় ভেঙ্গে যায়। পাশাপাশি সোহানকে এলোপাথারি কিলঘুষি ও লাথি মারে। এই ঘটনায় শিশু সোহানের পিতা দিনাজপুর জেলার বিভিন্ন ডাক্তারের সরনাপন্ন হয়ে তার শিশু সন্তানের চিকিৎসা চালিয়ে আসছেন। বর্তমানে সে তার অসহায় শিশু সন্তানের ভবিষ্যত নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। স্থানীয়ভাবে কোন বিচার না পেয়ে শিশু সোহানের পিতা মোঃ মিজানুর রহমান রনি বাদি হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মোঃ ফজলুর রহমান (৫৫) ও মোঃ মোনায়েম (২৮) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- সি আর – ৭৩/২০২৩ ।