বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে বেড়েছে আলু- পেঁয়াজ-রসুনের দাম কমেছে সবজির

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৬, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সবজির দাম কিছুটা কমতে না কমতেই বাড়তে শুরু করেছে পেঁয়াজ, আলু, রসুনের দাম। বাজার করতে আসা ক্রেতারা বলছেন, যেভাবে দাম বাড়ছে, হয়তো কিছু দিনের মধ্যেই দুই’শ’ টাকায় পেঁয়াজ কিনে খাবো। পেঁয়াজ-রসুন-আলুর দাম বাড়া নিয়ে বিক্রেতারা বলছেন, সিজন শেষের দিকে বলেই এসবের দাম বাড়ছে। মঙ্গলবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়। কোনও একটি পণ্যের দাম বাড়ছে তো অন্যটির কমছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজিরই দাম কমেছে। তবে দাম কমলেও এখনও সহনীয় পর্যায়ে আসেনি।

পৌরসভার দৈনিক বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় টমেটো ২০০ টাকা, চায়না গাজর ১৬০ টাকা, শিম ১৬০ টাকা, লম্বা বেগুন ৬০-৮০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, মুলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৬০- টাকা, পটল ৪০ টাকা, যুন্দল ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৬০টাকা, কচুরমুখী ৬৯ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, ধনেপাতা ১৬০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৬০-৮০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা করে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা, আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা, এছাড়া দেশি রসুনের কেজিতে বেড়েছে ৪০ টাকা, চায়না আদা ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী বলেন,ব্যবসায়ীরা যাতে কোনোরকম অসৎ পন্থা অবলম্বন করতে না পারে সে দিকে নজর দিয়ে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। শীতকালীন সবজি বাজারের আসতে শুরু করেছে। কিছু দিনের মধ্যে সবজির আরও কমবে বলে আশঙ্কা করেছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাকুরী জাতীয়করণের দাবীতে আটায়ারীতেএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

উৎসবমুখর পরিবেশে বই বিতরণ নতুন বছরে নতুন বই পেল বীরগঞ্জের শিক্ষার্থীরা

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

হাবিপ্রবিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

একই জমিতে বিভিন্ন ফল বাগান করে বছরে আয় তিন লাখ টাকা

পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ইএসডিওর র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে রক্তিম সাজে সেজেছে প্রকৃতি

পাওনা টাকা না পেয়েও এবারও ঈদে চামড়া ব্যবসায় চলছে প্রস্তুতি

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু ।বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি আরোপ

ঠাকুরগাঁওয়ে ৪ বছরের হিমোফিয়া-বি রোগের শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি !