শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ট্যাবলেট সহ একজন আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৫, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহিনুর ইসলাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর শৌলা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি চলাকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপরে চেকপোস্ট স্থাপন করে। দিনাজপুরের দিক থেকে আসা নম্বরবিহীন হিরো স্পেলেন্ডার মোটরসাইকেল আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সঙ্গী ফোর্সের সহযোগিতায় শাহিনুর ইসলাম (৩৭) নামে ১ জনকে আটক করে ও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত সুবিদের ছেলে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক উদ্ধার ও পুলিশের ডিউটি চলাকালে শাহিনুর ইসলাম নামে একজনের শরীর তল্লাশি করে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যারা আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলাম এ ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসতেন। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও