ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে মহিলা আওয়ামীলীগ খাদ্য সহায়তা বিতরণ করেছে।
শুক্রবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন।
পৌর মেয়র ও মহিলা আওয়ামীলীগের সদস্য আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে বক্তব্যদেন-অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, জেলা আ’লীগের মহিলা নেত্রী আয়শা সিদ্দিকা তুলি, জেলা মহিলা আওয়ামীগের সভানেত্রী ও পৌর কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালা, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রমুখ।
বক্তব্য শেষে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় ৩ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।