বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আলোহা মেন্টাল এরিথমেটিক আর্ন্তজাতিক প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে দিনাজপুরের বোচাগঞ্জের মেয়ে আরশি আলিফ লামহা।
জানা গেছে, সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালামপুরে অনুষ্ঠিত আলোহা মেন্টাল এরিথমেটিক প্রতিযোগিতায় প্রায় ২০টি দেশ অংশ নেয়। সেখানে প্রতিযোগিতা করে ২০টি দেশের মধ্যে প্রথম রানার্সআপ হয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন মুন্সিপাড়া বালাপুকুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আনোয়ারা অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন ও মোছাঃ শারমিন আক্তারের কন্যা আরশি আলিফ লামহা। তার এই সাফল্যে পিতা-মাতা, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সহ এলাকাবাসীরা দারুন খুশি হয়েছেন। ভবিষ্যতে তার আরো সাফল্যে কামনা করা হয়।