পীরগঞ্জ প্রতিনিধি ঃ রাষ্ট্রীয় বীর প্রতিক খেতাব প্রাপ্ত ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের রফিজউদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)। রবিবার ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়ে নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে নামাজে যানাজা শেষে পারিবারিক গোস্থানে সমাহিত করা হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, আওয়ামীলীগ নেতা শফিক পারভেজ পরাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক নুর নবী চঞ্চল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ তার যানাজায় অংশ নেয়। তার মৃতুতে ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধ ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য মহান স্বাধীনতা যুদ্ধে দু’চোখ হারান রফিজউদ্দীন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ন অবদানের জন্য রাষ্ট্র তাকে বীর প্রতিক খেতাব প্রদান করেন।