ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলমকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। এতে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসার সভাপতিত্বে ও অধ্যক্ষ এস.এম.মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বিপ্লব কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, ইউপি চেয়ারম্যান মো. ছদের আলী, মো. আসাদুজ্জামান ভুট্টু, কবিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মো. রাফিউল আলম ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ৩০ শে সেপ্টেম্বর ২০২০ যোগদান করেন। বর্তমানে তিনি বদলী হয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এ উপজেলায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ কাওছার হাবীব ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি ৩৫তম বিসিএস এর একজন কর্মকর্তা।