বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \গত বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। উক্ত ১৩বিদ্যালয়ের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার উচ্চ বিদ্যালয়ে নাম রয়েছে।
শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, অংশ নেওয়া ৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এটি দিনাজপুর জেলার একমাত্র প্রতিষ্ঠান যেখানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।
বিদ্যালয় সুত্রে জানা যায়, গত বছর দশম শ্রেণীতে বিদ্যালয়ে ১২জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে ৮জন শিক্ষার্থী মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরমপুরন করে। তবে একজন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। ৭জন পরীক্ষায় অংশগ্রহন করলেও কেউ কৃতকার্য হতে পারেনি।
এ ব্যাপারে প্রধান শিক্ষক নিত্যানন্দ রায় জানান, ১৯৯৮সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ২০০২সালে বিদ্যালয়টি একাডেকিম স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়ে ১০জন শিক্ষক ও ৬জন অফিস সহকারী কর্মরত আছেন। গত বছর এই বিদ্যালয় হতে ৯জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং ৯জন পরীক্ষার্থী পাশ করেছিল। এ বছর দেশের রাজনৈতিক ও বিদ্যালয়ের বিভিন্ন সংকটের কারণে কাঙ্খিত ফলাফলে অর্জনে আমাদের ব্যর্থ রয়েছে। সংকট কাটিয়ে উঠতে আমরা নতুন করে উদ্যোগ গ্রহণ নিয়েছি। যাতে করে বিদ্যালয়টি তার হারানো গৌরব ফিরে পায়।
এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়টি স¤প্রতি এমপিওভুক্ত হয়েছে। এসএসসি পরীক্ষার এ বছরের ফলাফল বিপর্যয়ের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আশা করি আগামী বছর থেকে ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসবে।