বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: তাইজুল ইসলাম জানান, এ বছর বীরগঞ্জ সরকারি কলেজ থেকে ৯২৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন। তার মধ্যে ৮২ জন বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ ৫৬ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের মধ্যে বীরগঞ্জ সরকারি কলেজের এই অভাবনীয় ফলাফল অতীতের ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, আমাদের অতীতে যে ভাল ফলাফল করেছে তা এ বছরও অব্যাহত রয়েছে। বর্তমান সরকার নানাবিদ শিক্ষাবিদদের প্রচেষ্টায় করোনা মহামারীর মধ্যে বিশ্ব যখন স্থবিরতা চলে এসেছে তখনও আমাদের সরকার প্রতিনিধি দলের মাধ্যমে সারাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমৃল পরিবর্তন করে একটি সুন্দর ফলাফল উপহার দিতে পেরেছেন।