বিরল (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরলে জেলা প্রশাসক শাকিল আহমেদ উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মাদকের কুফল বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আফছানা কাওছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহ জহুরুল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিরল থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুণা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ বিরল পৌরসভা পরিদর্শন ও কমকর্তা-কর্মচারী, সকল কাউন্সিলর বৃন্দের সাথে ফুলের শুভেচ্ছা গ্রহন করেন, উপজেলা কৃষি অফিসের বিভিন্ন প্রকল্পের পরিদশর্ন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস পরিদর্শন করেন। এর আগে প্রধান অতিথি উপজেলা চত্বরে সামাজিক বণায়ন (বন বিভাগের) সহযোগীতায় বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছ রোপন করেন।