সোমবার , ৩০ আগস্ট ২০২১ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য সপ্তাহ।। পঞ্চগড়ে তিন মৎসচাষীকে পুরস্কার।।

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৩০, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে তিনজন মৎস চাষীকে জেলার সেরা হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা স্মরক ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সফল মৎস্য চাষীরা হলেন-আটোয়ারী উপজেলার খোরসেদ আলম ও মেহের আলী এবং দেবীগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন বিশেষ অতিথি ছিলেন। এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎসজীবী ও মৎস চাষীরা উপস্থিত ছিলেন। এর আগে সদও উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক জহুরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

জেলা মৎস্য বিভাগ জানায়, জেলায় বাৎসরিক মাছের চাহিদা ২১ হাজার ২৯৬ টন। কিন্তু উৎপাদন হয় ১৮ হাজার ১৯০ টন। প্রতি বছর ঘাটতি থাকে তিন হাজার ১০৬ টন। ব্যবসায়ীরা জেলার বাইরে থেকে মাছ এনে স্থানীয় চাহিদা পুরণ করেন। মাছ চাষ বৃদ্ধির জন্য জেলা মৎস্য বিভাগ ইতোমধ্যে বিভিন্ন নদ নদীতে ৮টি মৎস্য অভয়াশ্রম করেছে। মৎস্য চাষীদের প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে।।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে প্রথমবারের মতো ব্ল্যাক রাইস চাষ

শোক দিবস উপলক্ষ্যে রাণীশংকৈল প্রতিবন্ধী স্কুলে আলোচনা

পীরগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ের ভেলকিবাজী,অতিষ্ঠ জনজীবন

হরিপুর ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীদের নিকট টাকা দাবি

পদ্মা সেতু নিয়ে খালেদা ড. ইউনুসরা ষড়যন্ত্র করেছিল – রাণীসংকৈলের সমাবেশে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

স্কুলের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ স্কুল ছাত্রী

বীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা’

ঘরে বসেই নারীরা হয়ে উঠছে উদ্যোক্তা ৩ জন উদ্যোক্তাকে সম্মাননা

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘মতিহারের কবি ও কবিতা’ গ্রন্থটির মোড়ক  উন্মোচন ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘মতিহারের কবি ও কবিতা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত