মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত-২জন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৮, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

জমিতে আমন ধানের চারা রোপনের সময় বজ্রাপাতে বিধান চন্দ্র রায় (৩০) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
এসময় আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন উৎপল চন্দ্র রায় ও গোবিন্দ চন্দ্র রায় নামের আরো দুই কৃষি শ্রমিক।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষèীপুর গাইবান্ধাপাড়া গ্রামে ফসলি জমিতে এ ঘটনাটি ঘটেছে।
নিহত বিধান চন্দ্র রায় লক্ষèীপুর গ্রামের মৃত পবিত্র চন্দ্র রায়ের ছেলে এবং আহত উৎপল চন্দ্র রায় একই গ্রামের সচিন চন্দ্র রায়ের ছেলে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। অপরজন গোবিন্দ চন্দ্র রায় একই গ্রামের বাসিন্দা। পেশায় তারা সবাই কৃষিশ্রমিক।
বিষয়টি নিশ্চিত করেছেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক।
খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক জানান, সোমবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ১১জনের একটি কৃষিশ্রমিক দল নিয়ে লক্ষèীপুর গাইবান্ধাপাড়া গ্রামের একটি ফসলি জমিতে আমন ধানের চারা রোপণের কাজে যোগ দেন। রোপণের সময় তিনি এবং তার ভাগ্নে বিধান চন্দ্র রায় পেছনের সারিতে ধান রোপণ করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে উৎপল চন্দ্র রায় ও বিধান চন্দ্র রায় দুজনেই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বিধান চন্দ্র রায়ের মৃত্যু হয় এবং আহত উৎপল চন্দ্র রায় ও আরেকজন গোবিন্দ চন্দ্র রায়কে তার সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাঁকি কৃষিশ্রমিকরা অক্ষত অবস্থায় আছেন।
এদিকে বজ্রপাতের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের সৎকারের জন্য নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এসময় নিহতের মরদেহ সৎকারের জন্য পরিবারকে ২৫ হাজার টাকার সরকারি অনুদান প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা-মা

পীরগঞ্জে মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঠাকুরগাঁওয়ে আবার বন্ধ রেশম কারখানা

বীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক

কাহারোলে নতুন এসিল্যান্টের যোগদান

কাঁচা মরিচের ঝাঁজ বাড়লেও আজ থেকে কমতে পারে হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

কাঁচা মরিচের ঝাঁজ বাড়লেও আজ থেকে কমতে পারে হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

ঠাকুরগাঁওয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

জামতলী যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর লভ্যাংশের অর্থ বিতরণ

খানসামায় আত্রাই নদী পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আটোয়ারী আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ