পীরগঞ্জ প্রতিনিধি ঃ সামজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তাসহ বিভিন্ন সরকারি ভাতা প্রদান (জিটুপি পদ্ধতিতে) বিষয়ক মতবিনিময় সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিকাশ ডিসটিবিউটর ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।