শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

এদেশে রাজনীতি করলে ঘোষনাপত্র ,ইস্তেহার আর স্বাধীনতার ঘোষনা মানতে হবে—-নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৮, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,এ দেশে থাকতে হলে স্বাধীনতার ঘোষনাপত্র, ইস্তেহার আর স্বাধীনতার ঘোষনা মেনেই রাজনীতি করার সুযোগ আছে। এর ব্যত্যয় ঘটলে কোন সুযোগ নাই। ১৯৮১সালের ৩০মে জিয়াউর রহমান মারা যাওয়া পর্যন্ত তিনি সান্ধ্য আইন চালু রেখেছিলেন। তখন রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত বাড়ী থেকে বের হতে পারতেন না। সারাদেশে সান্ধ্য আইন চালু করেছিল তারা এখন আমাদের বলে গণতন্ত্র শেখো, হা না ভোট দিয়ে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তারা এখন আমাদের ভোটাধিকার শেখায়। যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে পুনর্বাসন করেছেন, চাকুরী দিয়েছেন,তারা এখন বলেন দেশে সুশাসন চাই,তারা বলেন আইনের শাসন চাই। যারা খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন তারা এখন বলছেন রাজনীতির পরিবেশ চাই।
শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা চোখা মিয়া একজন রাজাকার ছিলেন বলে মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, স্বাধীনতার পর তিনবছর তিনি বাড়ি থেকে বের হতে পারেননি। ১৯৭৫ সালের ১৫আগস্ট সকালে লুঙ্গি পরে বাড়ি থেকে বের হয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে শ্লোগান দিয়েছিলেন। এখন তার ছেলে রাজনীতিতে এসে হাসিমুখে বলেন যে দীবালোকের মতো নাকি তিনি দেখতে পাচ্ছেন আগামীতে তারা জয়ী হবেন। তিনি আসলেই এজন্য হাসেন না, তিনি হাসেন যে, তার কোথায় থাকার কথা ছিল আর তিনি এখন কোথায়। একজন রাজাকারের ছেলে হয়ে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন এজন্যই তার হাসিমুখ।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা সিভিল সার্জন ডা. বোরহান উল সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ।
সভায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী গ্রেফতার

দিনাজপুরের হিলি সীমান্তের জিরোপয়েন্টে দর্শনার্থীদের মিলন মেলা

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’ শুরু

জমে উঠেছে কান্তজিউ মন্দিরের রাস মেলা

রানীশংকৈলে মেয়র ও কাউন্সিলর পদে ৫৮জনের মনোনয়ন ফরম জমা

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২২বছর পালিয়ে থাকার পর গ্রেফতার

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু

বিরলে নাড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবসে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড