মোঃ মহিরুল ইসলাম মারুফ আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি,
পঞ্চগড়ের আটোয়ারীতে দুই হার্ডওয়ার,
স্টুডিও ও সেলুনসহ মোট ৪ দোকান
বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রায় পঁন্চাশ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২ টায় আটোয়ারী উপজেলা
ফকিরগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে।
প্রাথমিক ভাবে জানা যায় রাত প্রায়
বারোটার দিকে আটোয়ারী ফকিরগঞ্জ
বাজারের আব্দুর রাজ্জাক নামে এক
ব্যবসায়ীর হার্ডওয়ারের দোকান
থেকে আগুনের সূত্রপাট ঘটে, কিছুক্ষনের মধ্যেই পাশের আব্দুর রাজ্জাক হার্ডওয়্যারের
দোকানে আগুন লাগে পরে সাজ স্টুডিও এবং
এক সেলুনে আগুন লাগে। এসময়
বাজারের লোকজন সাথে সাথে
পঞ্চগড় ও বোদা উপজেলা ফায়ার
সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি
ইউনিট খবর পেয়ে সাথে সাথে
ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে
আনে তবে আগুন নিয়নন্ত্রিত হলেও চার
দোকানের মালামাল আগুনের হাত
থেকে রক্ষা করা যায়নি।
এবিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের
স্টেশন অফিসার নিরঞ্জন কুমার রায়
জানান,আটোয়ারী বাজারে অগ্নিকাণ্ডের
ঘটনার খবর শুনে আমাদের ফায়ার
সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন
নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের
সূত্রপাত কিভাবে হয়েছে এখন সঠিক ভাবে বলা যাচ্ছে না
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এবিষয়ে হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুর
রাজ্জাক জানান, হঠাৎ করে আমার
দোকানে আগুন লেগে সব পুরে ছাই
হয়ে গেলো আমি এখন কি করবো
দোকান দিয়ে আমার সংসার চলতো এখন
পথে বসে গেলাম।
একই কথা জানান সেলুনের মালিক আব্দুল
গফ্ফার তিনি জানান,আমি সেলুনের
দোকানটা দিয়ে চলতাম হঠাৎ করে আমার
দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে
গেলো এখন আমার চলাটা দূর্বিসহ।