বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বসছে তাস দিয়ে কার্টি নামক জুয়া খেলার জমজমাট আসর। হাতের নাগালেই এসব আসর থাকায় জুয়ার নেশায় সেখানে সর্বস্ব হারিয়ে ফেলে অসহায় সংশ্লিষ্ট এলাকার বহু পরিবার। তবে মাঝে মধ্যে থানা পুলিশের তৎপরতায় কিছু জুয়ারু ধরা পরলেও জুয়ার আসরগুলির নিয়ন্ত্রণকারীরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাহিরে। এ ব্যাপারে বীরগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত জাতীয় উদ্যান মাকরাই মৌজার শালবাগানের চিত্রা খাল, পিল খানা খাল, কুত্তামারা খালসহ বনের ভিতরে থাকা নানান নামের খালে ও বন পার্শ্ববর্তী ঢেপা নদীর বালু ঘাট পাড়, সুজালপুর ইউনিয়নের একাংশ হিন্দু পাড়া এলাকায় কিছুদিন যাবত নিয়মিতভাবে জুয়া খেলা চলছে। বিশ্বস্ত সুত্রে জানা যায়, অত্র এলাকার জনৈক পোটল, বকুল, নামধারী ট্রলিচালক ও তার ছেলেসহ আরো কয়েকজন মিলে বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে নিয়ন্ত্রন করছে এই জুয়ার আসরগুলো। বনের বিভিন্ন স্থানে দিনে (দুপুর১২টা হতে সন্ধ্যারাত পর্যন্ত) ও রাতে (৯ টা থেকে ভোর সকাল অব্দি) এসব কাটটি ও তিন তাসের জুয়া খেলা ও পাশাপাশি চলে মাদক সেবন। স¤প্রতি ৯ ফেব্রæয়ারী পৌরসভায় অনুষ্ঠিত ১নং বিট পুলিশিং সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দের আলোচনার শীর্ষে স্থান পায় পৌরএলাকার আওতায় থাকা জাতীয় উদ্যান শাল বনে চলমান বিভিন্নধরনের জুয়া, মাদকতা ও অপরাধের বিষয়টি এবং গভীর রাত পর্যন্ত বন এলাকায় নানান প্রকৃতির মানুষের আনাগোনা পরিলক্ষিত হওয়ার কথাও প্রকাশ পায়। আরোও প্রকাশ থাকে পৌরশহর, উপজেলা ও জেলা শহরের বিভিন্ন এলাকার বিত্তশালী ছাড়াও মধ্য ও স্বল্প আয়ের পরিবারের লোকজন এসব আসরে আসেন। উপার্জনের যাবতীয় টাকা ছাড়াও অনেকেই সংসারের জিনিস বন্ধক রেখে কিংবা বিক্রি করে জুয়ায় স্বর্বশান্ত হয়ে নানান অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে কথা হলে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, অপরাধের সাথে কোনো রকমের আপোস নয়, জুয়া সহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে এবং তথ্যদাতার নাম পরিচয়ের গোপনীয়তা রক্ষা করার আশ্বাস দিয়ে জুয়ার সঠিক তথ্য প্রদান করতে স্থানীয় সাংবাদিকসহ সর্বসাধারণকে সহযোগিতা করার আহŸান জানান।