বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ১নং ঝলইশালশিরি ইউনিয়নের কামারহাট আর্দশ উচ্চ বিদ্যালয়ে ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অন্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে ১০দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনিশ চন্দ্র মুনির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, কামারহাট আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়নুল আলম। মৌলিক ভিডিপি প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী প্রশিক্ষণ গ্রহন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদন করা হয়। গত ২০ আগষ্ট এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।