বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও সপ্তাহ, বিজ্ঞান মেলা- ২০২২ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর -২০২২) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম। বেলা সাড়ে ১১টায় একই স্থানে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সদস্যদের নিয়ে বিজ্ঞান সভায় উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন
প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার মুর্শিদ আহম্মেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সানাউল্লাহ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বীরগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছেন। পরে মেলার স্টল ঘুরে দেখে সন্তষ প্রকাশ করে শিক্ষার্থীদের স্বাগত জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম।