শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত \ আহত-২

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ

দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরের ফ্রেন্ডস অটো রাইস মিলের সামনে ইজিবাইক ট্রাক চাপা দিলে ইকরামুল নামে ইজিবাইক চালক নিহত এবং যাত্রী হাবিপ্রবির দুই নেপালী ছাত্র আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় সহপাঠির খবরে বিশ্ববিদ্যালয়ের সামনে দেড়ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরের ফ্রেন্ডস অটো রাইস মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক ইকরামুল হক (৪০) দিনাজপুর শহরের রামনগর মহল্লার নিজামউদ্দিনের ছেলে।
আহত বিশ্ববিদ্যালয়ের দুই নেপালী ছাত্র হলেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদে অধ্যায়নরত ২১তম ব্যাচের নেপালী ছাত্র কফিল গাঈ (২২) এবং ১৭তম ব্যাচের মকবুল হোসেন (২৫)।
স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কে দিনাজপুর শহর থেকে ইজিবাইকে চড়ে হাবিপ্রবি ক্যাম্পাসে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের কাছে ফ্রেন্ডস অটো রাইস মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি ট্রাক যাত্রীবাহি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক একরামুল হক নিহত হন। গুরুত্বর আহত হন ইজিবাইকে থাকা হাবিপ্রবির একজন নেপালী শিক্ষার্থীসহ দুইজন শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে নিহত একরামুল হককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত দুই হাবিপ্রবি ছাত্রকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি আটক করে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে আটকে রাখে পরিস্থিতি শান্ত করে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আর হাবিপ্রবির শিক্ষার্থীদের অব্যাহত সড়ক অবরোধ তুলে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রংপুর রেঞ্জের ডিআইজির বীরগঞ্জ থানা পরিদর্শন

বীরগঞ্জে তীব্র গরমে চোখ জুড়াচ্ছে কৃষ্ণচূড়া

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের মুৃত্য

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে

রাজবাটী কালিয়া কান্তজিউ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের জন্য প্রসাদ প্রদান করলেন রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি জেলা প্রশাসক

বোচাগঞ্জ উপজেলার সকল পূজামন্ডপে সরকারী অনুদান বিতরণ

দিনাজপুরে জাতীয় যুব দিবস পালিত

দিনাজপুর সুইহারী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান হিলারীউস ও সেক্রেটারী যোহন

প্রকাশ্যে ধূমপানের অপরাধে বীরগঞ্জে তিন জনকে জরিমানা

হরিপুরে ইউপি নির্বাচনে মেম্বার পদ-প্রার্থী শাহাজান কবির দোয়া চেয়েছেন