শুক্রবার , ৩ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে তীব্র গরমে চোখ জুড়াচ্ছে কৃষ্ণচূড়া

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৩, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে চোখ রাগাতে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া। তীব্র গরমে নাজেহাল জনজীবন। কোথায় গেলে দুদণ্ড শান্তি মিলবে, সেই খোঁজ করে চলেছেন সবাই। ফ্রিজের ঠান্ডা পানিতে গলা ভিজিয়ে আর এসির হাওয়া গায়ে লাগিয়ে খানিকটা স্বস্তি পাওয়া যাচ্ছে বটে, তবে গ্রীষ্মের তপ্ত রোদে চোখ জুড়ানো আর মন ভরানো স্বস্তি মিলছে পথের কিনারে ফুটে থাকা লাল-হলুদ ফুলে। বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন স্থানের পাশাপাশি উপজেলা চত্বরের পুকুর পাড়ে গাছে-গাছে বর্ণিল সব ফুলের সমারোহ।
কোথাও টকটকে লাল কৃষ্ণচূড়া, কোথাও কমলা রঙের রাধাচূড়া। কোথাও আবার ছেয়ে আছে স্নিগ্ধ বেগুনি রঙের জারুল।
পথ চলতে থমকে দাঁড়িয়ে এসব ফুলের দিকে কিছুক্ষণ চাননি, এমন মানুষ পাওয়া ভার হবে নিশ্চয়ই। আর মিষ্টি হলুদ রঙের সোনাঝরা সোনালুর ঝলমলে চাহনি গ্রীষ্মের রূপে যোগ করে দ্বিগুণ মাত্রা।
এই,ত সেই দিন কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম বীরগঞ্জে সুইচ গেটে কৃষ্ণচূড়া গাছের তলে কি অপরুপ চারদিকে জলাশয়। নদী- খাল বেষ্টত সবুজে ঘেরা অপার সৌন্দযের লীলাভূমির মধ্যে সূযে’র কিরণ মাথায় নিয়ে উঁচু করে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়াগুলো।
প্রকৃতি যেন সৌন্দয’ উজাড় করে দিয়েছে তার প্রেমে।
প্রাকৃতিক সৌন্দযের ঐতিহ্য গাছটি সেই সৌন্দযকে আরও বাড়িয়ে তুলেছে আকাশছোঁয়া কৃষ্ণচূড়া গাছটি প্রকৃতিক ভালোবাসা আর সৌন্দয উপহার দেয়াই যেন তার কাজ।
ভোরের সূযকিরণের সঙ্গে লুকোচুরি খেলে বড় হওয়া সেই কৃষ্ণচূড়া সূযে’র কড়া রোদকে পদদলিত করে প্রআকৃতিপ্রেমীদের জন্য সৃষ্টি করে ছায়ানিবিড় পরিবেশ। তারপরও সবার ক্লান্তি দূর করে হৃদয়কে শীতল করে প্রিয় কৃষ্ণচূড়া। এযেন তার কোনো আবেগ বা ভাব নয়। তার সুবাসই জাগিয়ে তোলে নিদ্রাবৃত প্রকৃতিকে। তাই এমন সৌন্দয’ দেখে বরিশালের প্রেমে পড়েছিলেন প্রকৃতির (কবি জীবনানন্দ দাশ।) কীতনখোলার পারে কবির বসতি আজ ভরে উঠেছে কৃষ্ণচূড়ার সজীবতার আলাপনে। বহুযুগ ধরে তার রুপ রয়েছে অটুট। বিবণ’ পৃথিবীর হৃদয়কে যেন দিয়েছে অনন্য রুপ।

প্রতিদিন বেলা ডুবার সাথে সাথে অসংখ্য নারী-পুরুষ সুইচ গেট সংলগ্ন এলাকায় কৃষ্ণচূড়া গাছের তলায় বসে তার অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করেন। কেউ কেউ আবার মোবাইল ফোনে ছবি তুলে ধরেন। ঘুরতে আসা সুবজ বলেন,আপনাদের বলছি আপনারা একটু হলে ও চেষ্টা করুন কৃষ্ণচূড়া গাছের তলায় যাওয়ার একবার যেয়ে দেখুন মনে কন দু:খ -কষ্ট সবই দুর হয়ে যাবে আমরা এই পৃথিবীতে একদিন এসেছি আবার একদিন চলে যেতে হবেই এইটুকু ও মনে রাখি না কারণ সংসার পড়ে থেকে আমাদের সময় গুলো কিভাবে চলে যাচ্ছে। তা আমরা বলতে পারি না বছরের একবার আসেন এই কৃষ্ণচূড়া । আমরা করছি চলার পথে কতযে ভুল, আবার আমার লেখা যদি হয়ে যায় ভুল তবে আমায় করে নিবেন কবুল। এবং
ভুল গুলোকে সমাধান দিতে একবার দাঁড়ায় গাছের তলায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পঞ্চগড়ে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ভিত্তি স্থাপন আর ভারত নয়, এখন থেকে চিকিৎসাসহ পড়ালেখা করতে তারাই আসবে পঞ্চগড়ে-বাণিজ্যমন্ত্রী

দিনাজপুরে নারী চিকিৎসকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

বিরলে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে মারপিটে ছুরিকাঘাতে একজন নিহত

জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করতে হবে: জলবায়ু সম্মেলনে -প্রধানমন্ত্রী

কাউগাঁ রাজাপুকুরে সত্য নারায়ন পূজা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ যুবককে আটক করেছে বিজিবি

যেদিন মেয়ের জম্ম হল, সেদিন আমি বাবা হলাম, ঘটনাটি দারুন এক কষ্টের- লেখেছেন “নিখিল রায়”

পুত্রকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুরে অসহায় পিতামাতাসহ গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বীরগঞ্জে আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত