পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি\ জ¦ালানী তেলের বিক্রয় কমিশন বৃদ্ধি, পেট্রোল পাম্পের ব্যাবসায়ী কমিশন এজেন্ট গেজেট আকারে প্রকাশ ও ট্যাংলরী ভাড়ার উপর ভ্যাট সংযুক্ত না থাকায় এবং ট্যাংলরী ইকোনোমিক লাইফ ২৫ বছরের উর্দ্ধে নির্ধারন পুর্বক পৃথকভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করন এই ৩ দফা দাবী আদায়ে জ¦ালানী তেল মালিক ব্যাবসায়ী ও শ্রমিকগন অনিদৃষ্টকালের পরিবহন ধর্মঘটে নেমেছে । পুর্ব ঘেসিত কর্মসুচীর অংশ হিসেবে রোববার (৩সেপ্টেম্বর) সকাল থেকে জ¦ালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে পার্বতীপুর ওয়েল হেড ডিপোর সামনে মালিক গ্রæপের নেতৃবৃন্দ অবস্থান নিয়ে পুর্ব ঘোসিত কর্মসুচী তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ট্যাংলরী ¤্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ফজলুল হক ভুইয়া, দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রপের সাধারন সম্পাদক এটি এম হাবিবুর রহমান সহ সম্পাদক মোঃ রজব আলী ও ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।