র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন পালিপ্রয়াগপুর ইউপি এর ২নং ওয়ার্ডের অর্ন্তগত দূর্গাপুর নামক গ্রাম হতে বিপুল পরিমাণ ২২৮ বোতল ফেয়ারডিল সহ দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল (৩৪), পিতা-মোঃ আবেদ আলী, সাং- খুলুপাড়া, ২নং কাটলা ইউপি, ২। মোঃ মানিক (৩৫), পিতা-মোঃ হাসেন, সাং-দাউদপুর শাহপাড়া, ২নং কাটলা ইউপি, ৩। মোঃ মোফাজ্জল (৩৪), পিতা-মোঃ শহিদুল, সাং-মির্জাপুর খয়ারবাড়ী, জোতবানী ইউপি, সর্বথানা-বিরামপুর, জেলা- দিনাজপুরকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ীরা দিনাজপুরের বিরামপুর থানা এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশল ব্যবহার করে মাদক সিন্ডিকেটের মাধ্যমে ফেয়ারডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে। ধৃত আসামীরা পরিবহন কাজে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন ব্যবহার করে স্থানীয় লোকজনের চোখের আড়ালে অবৈধ মাদকদ্রব্য সমূহ মজুদ করে ব্যবসা করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল, ২। মোঃ মানিক এবং ৩। মোঃ মোফাজ্জল গণ পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে ফেয়ারডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।