সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপনে মানবন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৭, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

চাই দুর্নীতিমুক্ত জ্বালানি খাত, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করি, ‘জীবাশ্ম জ্বালানীকে না বলুন, ক্লিন এনার্জি : টেকসই ভবিষ্যৎ’ এই শ্লোগান নিয়ে দিনাজপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কেেরছে সচেতন নাগরিক কমিটি- সনাক দিনাজপুর ও টিআইবি।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা শূণ্যে নামিয়ে আনতে হবে। পৃথিবীকে বাস উপযোগী রাখার জন্য ও দৈনন্দিন কাজে নবায়নযোগ্য তথা ক্লিন এনার্জির ব্যবহার ব্যাপকহারে বাড়াতে হবে।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও নবায়নযােগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি-স্পষ্টতা,সুনির্দিষ্ট লক্ষ্যমাত্র নির্ধারণ ও বাস্তবায়নের সম্ভাবনা এবং নানাবিদ চ্যালঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি রুপান্তর সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিই ছিল কর্মসূচি পালনের মূল লক্ষ্য।
ট্রান্সপারন্সি ইটারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘‘প্রামাটিং গুড গভর্ন্যান্স এন্ড ইটিগ্রিটি ইন দ্যা এনার্জি ইন বাংলাদেশ’’ প্রকল্পের আওতায় দিবসটি উদযাপনের মধ্যদিয়ে বাংলাদেশ দুর্নীতি, অদক্ষতা, এবং বৈষম্যমুক্ত ও সুশাসিত জ্বালানির ব্যবস্হা প্রতিষ্ঠার চাহিদা বেগবান করার লক্ষ্য মানববন্ধন, দাবি সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন মােকাবিলায় এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানি) অপরিহার্য, সময়াপযােগী এবং নির্ভরযােগ্য জ্বালানি হিসেবে বিবেচিত। ক্লিন এনার্জি বলতে সেই উৎসগুলিক বােঝঝায় যা উৎপাদন বা ব্যবহারর সময় স্বল্প বা শূন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাধ্যম পরিবশ এবং মানব স্বাস্হ্যের উপর নূন্যতম প্রভাব ফেলে। ক্লিন এনার্জি হিসেবে নবায়নযােগ্য জ্বালানি আশার আলাে হিসেবে আবির্ভূত হয়েছে, যা টেকসই ভবিষ্যতের পথ উত্তরণ অন্যতম অনুঘটক।
কর্মসূচিতে বক্তব্য দেন সনাকের জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম, সাবেক সভাপতি প্রফেসর আব্দুল জলিল আহমেদ, নারী অধিকার কর্মী লায়লা চৌধুরী,অনুঘটকর নির্বাহী পরিচালক আনােয়ারুল হক বাবলু এবং শিক্ষার্থী মত্তিকা সেনসক অন্যান্যরা দিবসটি উপলক্ষ্য মানববন্ধন কর্মসূচিতে ১২ ধরনের সুপারিশ তুলে ধরেছেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বালুবাহী নছিমনের চাপায় এক শিশুর মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন

বোচাগঞ্জে মানা হচ্ছেনা সরকারি স্বাস্থ্যবিধি

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাহারোলে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে শিতবস্ত্র বিতরণ

আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় এক মহিলা নিহত

বীরগঞ্জে টিএমএসএস এর উদ্যোগে কম্বল বিতরণ

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে  কলম বিরতি পালিত

দিনাজপুর সরকারি কলেজে আন্ত :ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে কলম বিরতি পালিত

জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের ত্রি বার্ষিক সম্মেলন

অবসরে যাওয়া শিক্ষিকাকে রাজকীয় সংবর্ধনা দিল প্রাক্তণ শিক্ষার্থীরা

আটোয়ারীতে ঐক্য পরিষদের সম্মেলনে সভাপতি কমলেশ:সম্পাদক সজল