বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বসছে তাস দিয়ে কার্টি নামক জুয়া খেলার জমজমাট আসর। হাতের নাগালেই এসব আসর থাকায়া জুয়ার নেশায়া সেখানে সর্বস্ব খুইয়া ফেলে অসহায় সংশ্লিষ্ট এলাকার বহু পরিবার। তবে মাঝে মধ্যে থানা পুলিশের তৎপরতায় কিছু জুয়ার ধরা পরলেও জুয়ার আসরগুলির নিয়ন্ত্রণকারীরা থেকে যাছে ধরা ছোয়ার বাহিরে। ফলে জুয়া বন্ধের কোনো সঠিক উদ্যোগ না নেওয়ার পরিস্তিতি দিনকে দিন খারাপই হছে। এ ব্যাপারে বীরগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে পৌর এলাকার জাতীয় উদ্যাণ মাকরাই মৌজায় অব¯ি’ত শালবাগানের চিত্রা খাল, পিল খানা খাল, কুত্তামারা খালসহ বনের নানান নামের খালে, বন পার্শ্ববর্তী ঢেপা নদীর বালু ঘাট পাড়, হিন্দু পাড়া এলাকায় কিছুদিন যাবত নিয়মিতভাবে জুয়া খেলা হ”েছ। বিশ্বস্ত সুত্রে জানা যায়, অত্র এলাকার জনৈক পোটল, বকুল, নামধারী ট্রলিচালক ও তার ছেলে নিয়ন্ত্রন করছে এই জুয়া। এছাড়া উপজেলার মরিচা ইউনিয়নের জনৈক কেন্তা ও অনিল নিয়ন্ত্রণ করছে গোলাপগঞ্জ হাটের পুরাতন ভাটা, অটো রাইস মিলের পিছনের ইউকিলিপটাস বাগান, বাঁশের ঝাড়, আদিবাসী পাড়ার মিঠা পুকুর পাড়সহ জুয়া চলে চিহ্নিত কয়েকটি ¯’ানে, জনৈক সাধু রায় জুয়া চালায় খোলাকুটি বাজারের প্বার্শবর্তী নালার ধার, সপ্ননীল টার্কি ফার্ম এলাকায় , মাষ্টারের মোড় এলাকায় জুয়া চালা”েছ জনৈক মঞ্জু কসাই , মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকার নদীর পাড়, উঁচা বৈরাগীর দাঙ্গার আমবাগান কিংবা বাশার ঝাড়ে জুয়া পরিচালনা করে জনৈক বকুল, ফকির। শতগ্রাম ইউনিয়নের জামতলী বাজারের পশ্চিমে মোস্তফা চৌকিদারের এলাকায় একাধিক বাড়িতে পালাবদল করে প্রতি রাত ৮ টা থেকে ১১ টা সময় পর্যন্ত ৬ গুটি( ঘটঘটি) নামক জুয়া পরিচালনা করে জনৈক শাহাদাৎ , সুজালপুর ইউনিয়ন চাকাই গ্রামের নিমাইডাঙ্গা, শীতলাই, হাবলুহাটে জুয়া চালায় গোপাল ও সুশিল। ভোগনগরের পাচপীর মুশহর পাড়ায় জুয়া চালা”েছ ইনছান কসাই নামের এক ব্যক্তি। এছাড়াও উপজেলার দাঙ্গারহাট, ঝাড়বাড়ি সহ বিভিন্ন¯’ানে অতিগোপনে দিনে (দুপুর১২টা হতে সন্ধ্যারাত পর্যন্ত) ও রাতে (৯ টা থেকে ভোর সকাল অব্দি) এসব কাটটি ও তিন তাসের জুয়া খেলা চলে। উপজেলা ও জেলা শহরের বিভিন্ন এলাকার বিত্তশালী ছাড়াও মধ্য ও স্বল্প আয়ের পরিবারের লোকজন এসব আসরে আসেন। উপার্জনের যাবতীয় টাকা ছাডাও অনেকেই সংসারের জিনিস বন্ধক রেখে কিংবা বিক্রি করে জুয়ায় স্বর্বশান্ত হয়ে চুরি ডাকাতি, ছিনতাই সহ নানান অপকর্মে লিপ্ত হয়ে পরছে। তাই বীরগঞ্জের সচেতন মহল অনতিবিলম্বে এই জুয়াগুলোর পরিচালনাকারীদের বির“দ্ধে অভিযান চালিয়ে আইনের আওতায় এনে দোষিদের শাস্তি প্রদানের ব্যব¯’া নেয়াসহ জুয়া বন্ধের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।