দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে তার মৃত্যু হয়।
রুবেল(৩০) দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোখলেছ আলীর ছেলে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাড়ালো তিনজনে।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে মিডিয়া সেলের ডাঃ সারোয়ার আলম জানান, রুবেল স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছিল। ২৭আগষ্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার বিকাল সোয়া তিনটার দিকে আইসিইউ ইউনিটে সে মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রুবেলের মৃত্যুর আগে জেলার কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের ছেলে মাসুদ রানা গত ১৩ আগস্ট মারা গিয়েছে। এর আগে ১১ আগস্ট জেলার চিরিরবন্দরের দামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে রাকিব (১৭)নামে এক কিশোর মারা গেছে।
সিভিল সার্জন অফিস জানায়,এ পর্যন্ত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৪৬জন রোগীকে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে সুস্থ হয়ে ৫১৮জন হাসপাতাল ত্যাগ করেছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনকে ভর্তি করা হয়েছে৷