বৈকালী নাট্য গোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী পালনে
দিনাজপুরের সকল সাংস্কৃতিক
সংগঠনের সাথে মতবিনিময়
দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান বৈকালী নাট্যগোষ্ঠী তাদের ৫০ বছরের পথচলা পরিক্রমার ৫০বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর শনিবার ও রবিবার। দু’দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে সন্ধ্যা ৭টায় স্মরণিকা “স্পন্দন” এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা, গুণিজন সংবর্ধনা এবং ১৭ সেপ্টেম্বর রোববার নাট্য সমিতির মঞ্চে সন্ধ্যা ৭টায় কাশী কুমার দাস ঝন্টু রচিত ও নির্দেশিত দুর্নীতি বিরোধী নাটক বৈকালী’র ৪৩তম প্রজযনা “মিস্টার রোবট” মঞ্চস্থ হবে। দু’দিনের অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করে তুলতে মত বিনিময় সভায় বৈকালী নাট্যগোষ্ঠীর সাধারন সম্পাদক কাশী কুমার দাস ঝন্টুর সঞ্চালনায় এবং নাট্য গোষ্ঠীর সভাপতি এ্যাডঃ কেরামত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন-২০২৩ কমিটির আহবায়ক সৈয়দ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি একেএম শফিউদ্দিন আহমেদ ও সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু। মতবিনিময় সভায় বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, দিনাজপুর নাট্য সমিতির সহ-সাধারন সম্পাদক রবিউল আউয়াল খোকা, নবরূপীর ভারপ্রাপ্ত নাট্য সম্পাদক শামীম রাজা বলেন, বৈকালীর অনুষ্ঠান মানে দিনাজপুরের সকল নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান মনে করে এটাকে সুন্দর ও স্বার্থক করে তুলতে হবে। আমাদের যে কোন সহযোগিতা প্রয়োজন হলে আমরা বৈকালীর সাথে আছি এবং থাকব। সেই সাথে আমাদের কামনা দু’দিনব্যাপী অনুষ্ঠানটি সফল ও স্বার্থক হউক।