দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ কে সামনে রেখে জেনারেল হাসপাতালের উপর তালার হলরুমে কিশোর-কিশোরীদের পুষ্টি ও স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোঃ শরিফ। প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মোঃ কাওসার আহমেদ এর সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাবিব, রেজাউল ইসলাম, ইফাদ জাহান শুভেচ্ছা বক্তব্য রাখেন। উক্ত সেমিনারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ পুষ্টি বিষয়ক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিশু নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সারাদেশে “আমাদের রয়েছে পর্যাপ্ত” প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের স্বপ্ন বাংলাদেশ ০-১৮ বছরের বয়সী সকল শিশু পর্যন্ত পুষ্টিকর নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তার মধ্যে বেড়ে উঠবে। সেইসাথে আমরা দুই মিলিয়ন শিশুর সুস্বাস্থ্য ও পরিপূর্ণ জীবন গঠনে ভ‚মিকা রাখতে প্রতিশ্রæতিবদ্ধ। ওয়ার্ল্ড ভিশন ফাইভ জিরো উদ্যোগকে সামনে রেখে অপুষ্ট শিশু মুক্ত ইউনিয়ন ঘোষনা, বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনা, শিশু শ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা, এছাড়া ক্ষুধামুক্ত পরিবার ও প্লাস্টিক দুষণমুক্ত পরিবেশবান্ধব শহর গড়ে তোলা। সভায় নাইস প্রোজেক্টের কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জী তাদের পুষ্টি বিষয়ক কার্যক্রম তুলে ধরেন।