বুধবার , ২৭ জানুয়ারি ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ভোট কারচুপির শঙ্কা বিএনপি প্রার্থীর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৭, ২০২১ ৮:৩১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো.শরিফুল ইসলাম শরিফ জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বুধবার দুপুরে নির্বাচন উপলক্ষ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাবে এ মতবিনিময় সভা করেন তিনি।
সভায় জেলা বিএনপি’র সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফ ভোট কারচুপির আশংকা করে বলেন, দেশের অন্যান্য পৌরসভার ভোট পর্যালোচনা করলে কারচুপির বিষয়টি অনুমান করা যায়। ইভিএম পদ্ধতিরও কড়া সমালোচনা করেন এই মেয়র প্রার্থী। তিনি সাংবাদিকদের নিকট সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।
মত বিনিময় সভায় জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলা বিএনপি’র সহ -সভাপতি মো.আলম, ইউনুস আলী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সভাপতি মো.কায়েস প্রমুখ।
সভা শেষে বিএনপির মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফ নির্বাচনী প্রচারণা শুরু করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও