শুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১২:৩৪ পূর্বাহ্ণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে মনতাহার বানু নামে দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহ্পাড়ায় ঘটেছে। নিহত মুনতাহার বানু ওইপাড়ার মো. মিজানুর রহমানের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পুকুরের ধারে শিশু মুনতাহার বানু খেলা করছিল। খেলা করার কোনো এক সময় সে পা ফসকে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। জনৈক ব্যক্তি ওই পুকুরে ভাসমান অবস্থায় শিশু মুনতাহার মরদেহ দেখতে পান এবং চিৎকার করে ওঠেন। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। ইউপি চেয়ারম্যান মো. আজগর আলী শাহ্ বলেন, এ ঘটনা আমাকে কেউ জানায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও