“সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার”¯েøাগানে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে দিনাজপুরে নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এসময় ৩দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। সদর উপজেলা পরিষদের মাঠে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা চলবে ৩দিনব্যাপী। স্থানীয় সরকার বিভাগ দিনাজপুরের উপপরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সিভিল সার্জন ডা: এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী,সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম প্রমুখ।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে এবারই প্রথম বারের ৩ দিনব্যাপী স্থানীয সরকার দিবস উন্নযন মেলা-উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেযারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সিংড়া ইউপি চেযারম্যান সাজ্জাত হোসেন, ইউপি চেযারম্যান আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায উপজেলার বিভিন্ন দপ্তরের ২৪ টি স্টল অংশগ্রহণ করে। ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এ মেলার সমাপনী দিনের বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ৩দিনব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপি মেলার ভার্চুয়ালী উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা প্রকৌশলী কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মমিমুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। আলেঅচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি:সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই শ্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার সকাল ১১ টায় দিনাজপুরের বিরলে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’র বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফছানা কাওছার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, বিরল পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, বিরল থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মাওলা ও বিরল প্রেস ক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ মোকাদ্দেস হোসেন, প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা রাবেয়া খাতুন, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তপক্ষের কর্মকর্তা প্রকৌশলী শহিদুল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো: মামনুর রশীদ মন্ডল সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়।এর আগে একটি বর্ণাঢ্য বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অতিথিবৃন্দ মেলায় আগত বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।