সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র আয়োজনে এএলআরডি’র অর্থায়নে “নারীর ভুমি অধিকার নিশ্চিতে দাঁড়াই একসাথে”-প্রকল্পের আওতায় “ভুমি ও কৃষিতে নারীর অধিকারঃ স্থানীয় বাস্তবতা, নাগরিক ভাবনা ও করণীয়”-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন-জিন্নাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার এসিল্যান্ড সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা কৃষি অফিসার সুরভী আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান, দৈনিক উত্তরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, কারিতাসের আঞ্চলিক পরিচালক রঞ্জন জন পোল রোজারিও, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা উম্মে কুলসুম, ১নং চেহেলগাজী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন এএলআরডি’র উপ-পরিচালক কান্ট্রি ডিরেক্টর রওশন জাহান মনি। চলমান ক্যাম্পেইনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এএলআরডি’র সোহেল রানা। মুক্ত আলোচনা করেন ভুমিহীন সমন্বয় কমিটির সভাপতি লুৎফর রহমান, ইউপি মেম্বার রহিমা বেগম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, আদিবাসী নেত্রী সাবিনা হেম্ব্রম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নারী ক্ষমতায়ন ও জেন্ডার উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মেহেনাজ নাসরিন শীলা। বক্তারা বলেন, বৈষম্যমূলক সামাজিক সক্ষমতা কাঠামো এবং পিতৃতান্ত্রিকক্ষমতা সম্পর্কের নারীরা ভুমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কৃষি নারী শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান, মজুরী বৈষম্যদুর করাসহ সম্পদে ও সম্পত্তিতে অধিকার নিশ্চিত করতে পারলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিনোদ কান্তি রায়।