শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন করলেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ।
শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জেলা পর্যায়ে বালক ও বালিকা বিভাগের খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাসহ জেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
এর আগে প্রধান অতিথি ফেস্টুনসহ বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন করেন। আগামী ২৪ সেপ্টেম্বর গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের চ‚ড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
উদ্বোধনের পর বালক ও বালিকা বিভাগের ১৩ উপজেলার ২৬টি দল নিয়ে খেলা পরিচালনা করেন রেফারি ওবায়দুর রহমান। তার সাথে সহযোগি হিসেবে ছিলেন রেফারি মো. মোতাহার উল ইসলাম, রেফারি মো. বেলাল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও