স্টাফ রির্পোটার-রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকেঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমনোন্নয়নের লক্ষে সম্বনিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদেরে মাঝে বৃহস্পতিবার (২২ জুন) হাঁস,ভেড়া,মুরগী ও গরু বিতরণ করা হয়।
১শ পরিবারের মাঝে ২০টি করে হাঁস ৮৭ পরিবারকে ২টি করে ভেড়া ও উপকরন বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রাণীসম্পদ চত্বরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, , ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, আ’লীগ যুগ্ন সম্পাদক আহাম্মেদ হোসেন বিপ্লব। উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃমৌসুমী আকতার, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ করিমুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, পল্লী বিদ্যুৎ ডিজিএম নেজামুল হক, জনসবাস্থ্য প্রকেীশলী তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রমুখ।