শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ

দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নে এক মাদকারবারির বাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।এ ঘটনায় পলাতক মাদক কারবারিকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিদর্শক হাসিবুল হাসান।
বৃহস্পতিবার দিবাগত রাতে ডিএনসি দিনাজপুরের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে প্রায় ২৩ লক্ষ টাকা মূল্যের এসব মাদকদ্রব্য উদ্ধার করে ।
পলাতক মাদককারবারি কার্তিক রায়(৪২) চেহেলগাজী ইউনিয়নের ভুঁইপাড়া গ্রামের মৃত শুশিল রায়ের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান,মাদককারবারি কার্তিক রায় দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজার বড় চালান এনে দিনাজপুরে পাইকারি সরবরাহ করে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে ঐ মাদককারবারির বাড়িতে অভিযান চালায় ডিএনসি।তবে ডিএনসি সদস্যের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে গেলেও,উদ্ধার হয়েছে ৭৬ কেজি গাঁজা । মাদকের চোরাচালান ঠেকানো ও বিস্তার রোধে নিয়মিত অভিযান করছে ডিএনসি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত