শুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে আধুনিক পদ্ধতিতে বোরো বীজ উৎপাদন ও রোপন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৭, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
প্রযুক্তিগত সহায়তায় দিনাজপুরে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে উদ্যমী কৃষক। ফলে দিন বদল হচ্ছে কৃষকদের, গতি সঞ্চার হচ্ছে কৃষি অর্থনীতির। শ্রম, স্থান, সেচ খরচও কম লাগে এবং ভালো মানের চারা পেতে কৃষকরা ঝুকেছে ট্রেতে বীজ ধানের চারা তৈরীতে। তাই শীত ও কুয়াশাকে উপেক্ষা করে বিভিন্ন উপজেলায় ইরি-বোরো ধান রোপনে বেশ জনপ্রিয় হয়ে উঠে ট্রেতে বীজ ধানের চারা তৈরীতে। কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে ট্রেতে বীজ ধানের চারা উৎপাদন করছেন কৃষক। পরে যান্ত্রিক পদ্ধতিতে জমিতে রোপন করা হচ্ছে। মাঠে বোরো ধানের বীজ ও চারা রোপনের কাজ শুরু করেছে কৃষক।

সুসেন চন্দ্র রায়, রফিকুল ইসলামসহ কয়েকজন কৃষক জানান, সনাতন পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে বীজতলা তৈরিতে শ্রম, স্থান, সেচ খরচও কম লাগে এবং ভালো মানের চারাও পাওয়া যায়। আবার এই ট্রে-টি সরাসরি যান্ত্রিক পদ্ধতিতে জমিতে রোপন করা হচ্ছে। এতে ফলনও ভালো পাওয়া যায়।

আধুনিক পলিনেট পদ্ধতিতে চাষ আবাদ ও ট্রেতে বীজ ধানের চারা উৎপাদন ও রোপণ, জমি পতিত ফেলে না রাখা, কম খরচে অধিক ফসল ও ফলন বৃদ্ধি, শীতজনিত কুয়াশার কারণে বোরো ধানের বীজতলার যাতে ক্ষতি না হয়, এজন্য কৃষককে রাতের বেলা হালকা পানি ও পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা ও সকাল হলে পলিথিন খুলে বীজতলার পানি ফেলে নতুন পানি দেওয়া এবং ফসলে পোকামাকড়ের আক্রমন দেখা দিলে তরিৎ পদ্ধতিতে ফসল রক্ষা করা যায় এধরনের নানান পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এবার বিরামপুরে প্রায় ৫ হাজার ট্রে তে বোরো ধানের বীজ উৎপাদন করা হয়েছে। আধুনিক যন্ত্রের মাধ্যমে জমিতে বোরো বীজ রোপন করা ও অল্প খরচে অধিক ফসল উৎপাদন করে কৃষক যাতে লাভবান হয় এবিষয়ে কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান। এভাবে জেলার বিভিন্ন উপজেলাতেও চারা উৎপাদন ও রোপন করা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বীজ চাষ করে কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন- আরশেদ আলী

কাহারোলে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

মাদকের ছোবল থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে —হুইপ ইকবালুর রহিম

র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন ফাঁস: ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বীরগঞ্জে নৌকার বিজয়ী ইউপি চেয়ারম্যানদের সংবর্ধণা

হরিপুরে সেটেলমেন্ট অফিসের আপত্তি অফিসারের বিরুদ্ধে ঘুঁষ বাণিজ্যের অভিযোগ!

হরিপুরে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাহারোলেপবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরিপালিত

পঞ্চগড়ে সমাজসেবার কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত

দিনাজপুরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবসে শ্রদ্ধা