দিনাজপুরে হোম মেইড খাবারের বিশ্বাসযোগ্য নাম ‘লিমা’স কিচেন’-এর উদ্যোগে বেসিক বেকিং এন্ড বেকারী কোর্স-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রæপ এর সভাপতি সম্পা দাস মৌ।
দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ লিমা’স কিচেন-এর উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুরের উদ্যোক্তাবর্গের সভাপতি সম্পা দাস মৌ বলেন, লিমা’স কিচেন এর স্বত্বাধিকারী উদ্যোক্তা লিমা রহমান নিত্য নতুন হাতের তৈরী বেকারী পণ্যসহ খাদ্য সামগ্রীর প্রতিটি আইটেমেই নজর কাড়ছে এবং স্বাস্থ্য সম্মত ও অনেক সুস্বাদু। তিনি কিভাবে এই খাবার পণ্য বানানো শিখেছে তা অবাক করার মতো। আমরা চাই উদ্যোক্তা লিমা রহমান এর মতো অন্যরা এ রকম উদ্যোগ গ্রহণ করে ঘরে বসেই একেকজন একেক রকম পণ্য তৈরী করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। দিনাজপুরের উদ্যোক্তাবর্গ প্লাটফরমে প্রতি সপ্তাহে এক থেকে দেড় হাজার নতুন সদস্য বাড়ছে। দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রæপ হচ্ছে একটি বিরাট অনলাইন মার্কেট। আমাদের তৈরী পণ্যগুলো কোয়ালিটি ও টেস্ট ও গুণগত মান ভালো রাখি। তাহলে আমরাই লাভবান হবো।
দিনাজপুরের উদ্যোক্তাবর্র্গ গ্রæপ এর উদ্যোক্তা লিমা’স কিচেন এর স্বত্বাধিকারী লিমা রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিব জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট জিনাত রহমান, দিনাজপুরের উদ্যোক্তাবর্গ গ্রæপ-এর সমন্বয়কারী সায়েকা ইয়াসমিন এলিন, সমন্বয়কারী শাকিলা আফরোজ, মডারেটর সাঈদ মাহমুদ, উদ্যোক্তা শাহনাজ পারভীন, উদ্যোক্তা রিনা পারভীন, উদ্যোক্তা মালা রানী, উদ্যোক্তা নিলুফা লিপি, উদ্যোক্তা নাজমিন নাহার প্রমুখ।
দিনাজপুর প্রেসক্লাবের উদ্দ্যোগে