ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত রোগে একদিনের ব্যবধানে একই গ্রামে চারটি গরু ও চারটি ছাগলের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরো অনেক গরু ছাগল,এ ঘটনার আতংক বিরাজ করছে অনান্য কৃষকদের মাঝে।
উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের শিবপুর চৌধুরী পাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করে এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মওঃ মোঃ নবিউল ইসলাম বলেন, সোমবার (১৬ অক্টোবর) রাত ৮ টায় এলুয়ারি ইউনিয়নের শিবপুর চৌধুরী পাড়া গ্রামের সামসুজ্জামানের ছেলে কৃষক সাইদুল ইসলামের চারটি গরুর মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ রোগ নির্নয়ের জন্য মৃত্যু গরুর নমুনা সংগ্রহ করেন। একদিন পর মঙ্গলবার দুপুরে একই গ্রামের মোতালেব চৌধুরীর ছেলে মসলেম উদ্দিন চৌধুরীর চারটি চাগলের মৃত্যু হয়। এতে আতংক ছড়িয়ে পড়ে ওই এলাকার পশু পালকারী কৃষকদের মাঝে, এরেই মধ্যে আরো অনেকের গরু ও ছাগল অসুস্থ্য হয়ে পড়েছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল বলেন উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে এক ব্যক্তির চারটি গরু মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে উক্ত ব্যক্তিকে সমবেদনা জানানো হয় এবং ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তিনি বলেন রোগ নির্নয়ের জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ অনুসন্ধান করছে। এবং পশুদের নিরাপদ রাখার জন্য কৃষকদের পরামর্শসহ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।