বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন মাদরাসা রোডে আগুনে পুড়ে ভুস্মিভুত হয়েছে ৩টি দোকান।
গত ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পৌর শহরের মাদরাসা রোডে অবস্থিত মেসার্স শাপলা ফার্নিচারের কারখানায় আগুনের সুত্রপাত হলে তা পাশের ঢোল তবলার দোকান ও একটি টি স্টলে ছড়িয়ে পরে। রাতেই খরব পেয়ে দোকান মালিক শাপলা ফার্নিচারের মালিক সুকুমার রায়, ঢোল তবলা দোকান মালিক শ্রী সুজন চন্দ্র রায় ও টি স্টলের মালিক মকসেদ আলী খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন যে তাদের দোকান ও দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, আগুন লাগার খরব পেয়ে সেতাবগঞ্জ ফায়াস সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের খোঁজ খবর নেন। এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী জানান, ক্ষতিগ্রস্থদের দুই বান্ডিল টিন ও নগদ ছয় হাজার টাকা দেওয়া হবে।