কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে শিক্ষার্থী মাহি হত্যা খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা সুন্দরপুর ইউনিয়নের ভাতগাঁও শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহি খাতুন হত্যার খুনি একই এলাকার ছোট ভাতগাঁও গ্রামের আসিফ-এর ফাঁসির দাবিতে গতকাল বুধবার (১৯ ফেব্রæয়ারি’২৫) সকাল ১১ টার দিকে উপজেলার ১৩ মাইল গড়েয়া হাট (দিনাজপুর-ঠাকুরগাঁও) মহাসড়কের স্থানীয় এলাকাবাসী ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও যুবসমাজের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মাহি খাতুনের বাবা মোঃ জুয়েল ইসলাম, ভাতগাঁও শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দলিল উদ্দীন, সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল করিম, সহ-যুব বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহŸায়ক মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম-আহŸায়ক মোঃ জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, ইউপি সদস্য আলী হোসেন, মোঃ পিয়ারুল ইসলাম পাইলটসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।