শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও ব্যতিক্রমী আয়োজন করেছে দিনাজপুরের বড়বন্দর রেল বাজার মন্দির কমিটি। দূর্গাপুজা উপলক্ষে কর্মসূচি ছিল ফ্রী চিকিৎসা ক্যাম্প ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। কর্মসূচির আওতায় চিত্রাংকন প্রতিযোগিতায় এলাকার শতাধিক শিশু অংশ নেয় ও ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৩শ’ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বড়বন্দর রেলবাজার মন্দির কমিটি।
শুক্রবার শারদীয় দূর্গোৎসবে ষষ্ঠি পুজার দিনে মন্দির প্রাঙ্গণে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম ও চিত্রাংকন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।
এদিন বড়বন্দর রেলবাজার মন্দির কমিটির আহবানে সুবিধাবঞ্চিত এসব মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেন মন্দির কমিটির সভাপতি ও দিনাজপুর ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সেস (পরমাণু চিকিৎসা কেন্দ্র) এর পরিচালক অধ্যাপক ডাঃ বি কে বোস।
বিনামূল্যে সেবা নিতে আসা মানুষদের বিনামূল্যে ঔষধ সরবরাহ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এদিকে বিনাম‚ল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমকে ঘিরে বড়বন্দর রেলবাজার মন্দির প্রাঙ্গণ রূপ নেয় একটি উৎসব স্থলে। আয়োজনে অংশ নেন বড়বন্দর রেলবাজার মন্দিরের দূর্গোৎসব কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ বি কে বোস, সহ-সভাপতি বকুল ব্যানার্জী, গৌতম ভৌমিক, সাধারণ সম্পাদক রনজিৎ সাহা, সহ-সম্পাদক জয়নাগ, শ্যামল দাস, প্রচার সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, শ্রী কান্ত কুন্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।