মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মুহ: সাদেক কুরাইশীর নামাজে জানাযা শেষে দাফন অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বুধবার সকাল ১১ টায় ইসলামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযায় হাজারও মানুষ জন অংশ নেন। জানাযার নামাজ পড়ান ইসলামনগর খানকাহ শরিফের পীর আব্দুল্লাহ আহম্মদ উলুব্বী। জানায়ায় অন্যান্যের মধ্যে অংশ নেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি খালিদ মাহমুদ চৌধুরী (এমপি), ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের মিনিষ্টার ও ডেপুটি কনসুল জেনালে মো: শাহেদুল ইসলাম শাহেদ, ঠাকুরগাঁও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, জেলা সিপিবি র সাধারণ সম্পাদক এ্যাড, আবু সায়েম, কেন্দ্রীয় যুবলীগের সহ -সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সভাপতি সানোয়ার পারভেজ পুলক, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু , সিনিয়র সাংবাদিক মজিবর রহমান শেখ,সহ ঠাকুরগাঁও জেলা আ’লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম ,সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন।
২৫ অক্টোবর বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ইসলামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পার্শ্ববর্তী পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।
জনপ্রিয় এ নেতার প্রয়ানে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ এমপি, উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, দৈনিক লোকায়নের সম্পাদক মো: সাকেরুল্লাহ। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানানো হয়। এছাড়াও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষজনের পক্ষ থেকে শোক জানানো হয়। তার মৃত্যুতে ঠাকুরগাঁও জেলা আ’লীগের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষনা ও কালো ব্যাজ ধারনের কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিংশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৬০ সালের ৩১ আগস্ট ঠাকুরগাঁও সদর
উপজেলার ইসলাম নগর খানকা শরীফে তিনি জন্ম নেন। ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন। ১৯৭৫ সালে ইসলাম নগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৭ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি ও ১৯৭৯ সালে বিএ পাস করেন তিনি। সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সামরিক আইন জারির সময় গণতন্ত্রের জন্য ছাত্রদের সুসংগঠিত করে সভা, সমাবেশ মিছিলসহ বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলেন তিনি। ১৯৮২-৮৩ পর্যন্ত ঠাকুরগাঁও জেলা যুবলীগের আহ্বায়ক, ১৯৮৪-৮৬ সালে জেলা যুবলীগের সভাপতি, ১৯৯১ সালে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ১৯৯৪ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০০১ সালে কেন্দ্র থেকে কমিটি ভেঙে দিলে তাকে জেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়ীত্ব দেয়া হয়, ২০০৫ সালের দলীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০১১ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের দায়িত্বের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেন সাদেক কুরাইশীকে। সবশেষ ২০১৫ সালের আওয়ামী লীগের সম্মেলনে ভোটের মাধ্যমে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ২০১৯ ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা। এতে সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ সাদেক কুরাইশী।