“সংকটে-সংগ্রামে যেন না করি ভুল আছে চির প্রেরণার রবীন্দ্রনাথ, আছে নজরুল” এই শ্লোগানকে সামনে রেখে শতবর্ষী সৃজনশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে শনিবার রাতে নাট্য সমিতির মঞ্চে ২ কবির জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও ২ কবির রচিত দুটি নাটক মঞ্চস্থ করা হয়।
দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন বিশ^কবি বরীন্দ্রনাথ ঠাকুরের উপর দিনাজপুর নাট্য সমিতির সহ-সভাপতি আসাদুল্লাহ সরকার এবং কাজী নজরুল ইসলামের উপর আলোচনা করেন সাবেক অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল। এর পরে বরীন্দ্রনাথ ঠাকুরের রচনায় এবং সম্বিত সাহা সেতুর নির্দেশনায় ‘কাবুলীওয়ালা’ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনায় এবং টংক নাথ অধিকারীর পরিচালনায় ‘পুতুলের বিয়ে’ নাটক মঞ্চস্থ হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাট্য সমিতির সহ সম্পাদক শেখ ছগীর আহম্মেদ কমল।