শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ৪র্থ বারের মত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২৮, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে ৪র্থ বারের মত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্ঠপোষকতায় ও বঙ্গবন্ধু যুব স্পোটিং ক্লাব রাজারামপুরের আয়োজনে ২৭ অক্টোবর শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর (গাবুড়া) ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, ৪নং শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনির উদ্দীন আহমেদ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব জিল্লুর রহমান। এ ছাড়াও টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় গওশেজ ভেঞ্চার্স দিনাজপুরকে পরাজিত করে নশিপুর ফুটবল ক্লাব। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করবেন। খেলার ধারাভাস্যকার ছিলেন মোঃ রফিক। রেফারি ছিলেন ওবায়দুর রহমান।
টুর্নামেন্টের দলগুলো হলো-গওশেজ ভেঞ্চার্স দিনাজপুর, নশিপুর ফুটবলা ক্লাব, স্যান্টোস ক্লাব রংপুর, ফুলবাড়ী স্পোর্টস ব্রীজ, সোনালী সকাল ফুটবল একাডেমি, ডন বসকো কসবা, রাকিব এন্টারপ্রাইজ মাতাসাগর, সেতাবগঞ্জ চিনিকল, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, আর এইচ একাদশ কাহারোল, রাফিয়া এফসি ঠাকুরগাও, ইউনিয়ন স্পোটিং ক্লাব ফাসিলাডাঙ্গা, এসটিএস দাউদপুর, সাতখামার যুব ক্রীড়া সংঘ বোদা, ভোরের আলো পেশাজীবী ফুটবল টীম ও ইউনাইটেড ক্লাব রাজারামপুর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত