ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮অক্টোবর বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ লাচ্ছি নদীর ব্রিজ সংলগ্ন পূবালী ব্যাংকের পাশে ইটভাটা ব্যবসায়ী জাহিদের বিল্ডিংয়ে এলজি-বাটারফ্লাই শোরুম-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, এলজি বাটারফ্লাই কোম্পানির রংপুর জোনের জোনাল ম্যানেজার সুমন সওদাগর, টেরিটরি সেলস ম্যানেজার হারেস আলী সুজন, রিটেল ম্যানেজমেন্ট অফিসার মিনহাজুল আলম,উপজেলা ছাত্রলীগের সভাপতি কিবরিয়া আবেদীন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।