ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া এমবিএসসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে চাকুরির নামে টাকা আত্যসাতের অভিযোগ করেছে এক ভুক্তভোগী পরিবার।
রবিবার দুপুরে টাকা আত্নসাৎতের অভিযোগ এনে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করেন ওই ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোর্শেদ চৌধুরী বলেন, সদর উপজেলা বালিয়া এমবিএসসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল চৌধুরী ওই বিদ্যালয়ে কেরানি পদে আমার ছেলে সানজিদ আলভির নিয়োগ দানের জন্য ১০ লাখ টাকা চায়। তখন বেকার ছেলের কথা চিন্তা করে বিদ্যালয়ের সভাপতির প্রস্তাবে রাজি হই। পরবর্তীতে আমি আমার বউমার স্বর্ণালংকার বিক্রয় ও সুদের মোট ৭ লাখ টাকা যোগাড় করে সভাপতি বাড়িতে টাকা প্রদান করি।
তখন তিনি শতভাগ চাকুরি দানে আশ্বস্ত করেন। পরবর্তীতে গত বছরের আগষ্ট মাসে স্কুলের কেরানি পড়ে নিয়োগ সম্পূন্ন হয়। এতে আমার ছেলের চাকুরি হয়নি। চাকুরি না হওয়ায় পরে আমি ফেরত চায় সভাপতির নিকট। তখন আশরাফুল হক চৌধুরী কিছুদিনের সময় নেয় টাকা ফেরত দেওয়ার জন্য। কিন্তু দীর্ঘদিন তার কাছে ধন্না দেওয়ার পরে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
কষ্টের দেওয়া টাকা ফেরতের জন্য বিভিন্ন নেতার কাছে গেলেও কোন সুরাহা পাওয়ার কারনে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন বলে মোর্শেদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন।
এ ব্যপারে বালিয়া এমবিএসসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল চৌধুরীর কাছে টাকা আতœসাৎতের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি চাকুরি নাম করে কারো কাছে কোন টাকা নেইনি। একটি কুচক্রী মহল সমাজে ছোট করার জন্য এমন অভিযোগ করছেন।