পঞ্চগড় প্রতিনিধি \পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। দুরপাল্লাসহ অভ্যন্তরিণ রুটে সকল প্রকার গণপরিবহণ বন্ধ ছিল। সকাল থেকে বন্ধ থাকলেও বিকেল থেকে কিছু ট্রাক চলাচল করতে দেখা গেছে। গণপরিবহণ বন্ধ থাকলেও সড়ক-মহাসড়কে বিপুল পরিমানে থ্রি-হুইলার-ব্যাটারীচালিত অটোরিকসা চলাচল করেছে। হরতালের সমর্থনে বিএনপি-জামাতের কোন পিকেটিং চোখে পড়েনি। তবে সকাল থেকেই জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয় আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপি কার্যালয়সহ শহরের চৌরঙ্গী মোড় এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সকালে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।