মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারো ভারতীয় ভিসা বন্ধ বাংলাবান্ধা-ফুলবাড়ি রুটে হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৩১, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর (ইমিগ্রেশন)
রুটে ভারতীয় হাইকমিশন আবারো ভিসা প্রদান বন্ধ করেছে। ফলে বাংলাদেশের
একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত, নেপাল,
ভুটান গামী হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অতি সম্প্রতি
উত্তরবঙ্গের ৪ জেলার চেম্বার অব কমার্সসের ব্যবসায়ি সহ স্থল বন্দর সংশ্লিষ্ট
বিভিন্ন সংগঠন লিখিত ভাবে এই ভিসা প্রদানের জন্য ভারতীয় হাইকমিশনকে
অনুরোধ জানিয়েছেন।
দিনাজপুর জেলার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, ঠাকুরগাঁও
জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, নীলফামারী জেলার চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাষ্ট্রি, পঞ্চগড় জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, বাংলাবান্ধা স্থলবন্দর
আমদানি- রপ্তানী গ্রæপ লিখিত ভাবে ফুলবাড়ি-বাংলাবান্ধা রুটে ভিসা প্রদানের
জন্য অনুরোধ জানিয়েছেন। আবেদন সূত্রে জানা যায় বাংলাদেশের একমাত্র
চতৃর্দেশীয় অপার সম্ভাবনাময় স্থলবন্দর বাংলাবান্ধা ব্যবহার করে ভারতের ফুলবাড়ি
রুট দিয়ে ব্যবসায়িরা নানা কাজে ভারত যাতায়াত করেন। ভারতের সঙ্গে বিপুল
ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে স্থানীয় কয়েক হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে।
ভিসা কার্যক্রম বন্ধ থাকায় অনেক মানুষই বেকার হয়ে পড়েছেন। এই অঞ্চলের অসুস্থ
রোগীদের অধিকাংশই ভারতীয় চিকিৎসকদের চিকিৎসা সেবা নিতে আগ্রহী।
তারাও এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা,
যেমন আসাম, মেঘালয় সহ ভারতের বিভিন্ন এলাকায় উত্তর বঙ্গের এই জেলাগুলোর
মানুষের নিকটআতœীয়রাও বসবাস করেন। তাদের সাথেও দেখা সাক্ষাত করার জন্য
বাংলাদেশীরা এই রুটে যাতায়াত করেন। ভারত ও নেপাল ও ভুটানে বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করছেন। তারাও এই রুট
ব্যাবহার করে যাতায়াতে স্বাচ্ছন্দ বোধ করে। এই রুট ব্যবহার করে ভারত,নেপাল,
ভুটান, সিকিম, দার্জিলিং,কাশ্মমির, রাজস্থান, গোয়া, সিমলা, নৈরিতাল,
কন্যাকুমারী, কুল্লু, মানালী, কালিংপং সহ বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণ
পিপাসুরা ভ্রমণ করেন। এতে ভারত,বাংলাদেশ উভয় দেশেরই বিপুল পরিমাণই রাজস্ব
আয় হয়।
বাংলাবান্ধা-ফুলবাড়ি রুটে প্রথম ২০১৬ সালের ১৮ ফ্রেব্রুয়ারী ভিসা কার্যক্রম
আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন হওয়ার পর লক্ষমাত্রার চেয়ে বিপুল পরিমাণে রাজস্ব আদায়
হয়। করোনা ভাইরাসের কারণে ভারতের সকল রুটে ভিসা বন্ধ করে দেয়া হয়। প্রায়
আড়াই বছর বন্ধ থাকার পর এবছর ২৩ এপ্রিল আবার চালু করা হয় ভিসা প্রদান
কার্যক্রম। দীর্ঘদিন পর ভিসা দেয়া শুরু হলে বাংলাবান্ধা স্থলবন্দরে উদ্দিপনা ও

উচ্ছ¡াসের সৃষ্টি হয়। কিন্তু ১৫ থেকে ২০ দিন পর আবার আকস্মিক ভাবে ভিসা
দেয়া বন্ধ হয়ে যায়। ফলে আবার নানা রকম ভোগান্তি দেখা দিয়েছে। ব্যবসায়ি,
রোগী, শিক্ষার্থী ও পর্যটকরা বলছেন ভারত সরকার অন্যান্য রুট দিয়ে ভিসা প্রদান
অব্যাহত রেখেছে। কিন্তু ওই রুটগুলো দিয়ে যাতায়াত করলে তাদের সময় ও অর্থ খরচ
হয় বেশি পরিমাণে। তাই তারা ফুলবাড়ি-বাংলাবান্ধা রুটে শীঘ্রই ভিসা প্রদানের
অনুরোধ জানান। সংবাদকর্মীদের সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি
সাজ্জাদুর রহমান সাজ্জাদ কিডনী রোগে আক্রান্ত। সম্প্রতি চিকিৎসার জন্য
চেন্নাই যাবেন তিনি। এজন্য ভারতীয় ভিসার আবেদন করলে তাকে চেংরাবান্ধা
রুটে ভিসা দেয়া হয়। তিনি বলেন আমার বাড়ি পঞ্চগড়। বাংলাবান্ধা-ফুলবাড়ি
রুটে ভিসা দিলে আমি ৬০ কিলোমিটারের মধ্যে ভারতের বাগডোগরা বিমানবন্দর
দিয়ে চেন্নাই যেতে পারতাম। এখন আমাকে প্রায় ৩’শ কিলোমিটার পথ পাড়ি
দিয়ে বাগডোগরা যেতে হবে। এ জন্য সময় এবং অর্থ অনেক বেশি খরচ হয়ে
যাবে।
বাংলাবান্ধা স্থল বন্দরের শ্রমিক সংগঠনের সভাপতি ইদ্রিস আলী জানান ভারতের
সাথে আমাদের সৌহার্দপূর্ণ ও ভ্রাতৃত্ববোধ অনেক বেশি। আমি বাংলাবান্ধা
ফুলবাড়ী রুটে সব ধরনের ভিসা প্রদানের জন্য অনুরোধ করছি।
তেঁতুলিয়া উপজেলা সুজন এর সভাপতি কাজী মকছেদুর রহমান জানান আমরা
বাংলাবান্ধা-ফুলবাড়ী রুটে ভিসা প্রদান করার জোর দাবী জানাচ্ছি।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক গ্রæপের সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা
মিলন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর। ব্যবসা,
চিকিৎসা, ভ্রমণ এবং ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীরা
যাতায়াতের জন্য এই রুট ব্যবহার করে। যোগাযোগ ভালো হওয়ার কারণে খরচ খুবই
কম কিন্তু এখনো এই রুটে ভারতীয় ভিসা না দেয়ার কারণে আমরা চরম
ভোগান্তিতে পড়েছি । এই রুটে ভিসা প্রদানের জন্য ৪ টি জেলার ব্যবসায়িরা
ভারতীয় দুতাবাসকে আবেদনের মাধ্যমে অনুরোধ জানিয়েছি। আশাকরি তারা
আমাদের সংকটগুলো অনুধাবন করে ব্যবস্থা নেবেন। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট
ইমিগ্রেশন চেকপোষ্ট এর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ নজরুল
ইসলাম জানান, আমাদের সবসময় তৈরী। এই ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ২ থেকে
৩ হাজার যাত্রী যাতায়াতের সক্ষমতা রয়েছে। কিন্তু ভারতীয় দুতাবাস ভিসা না দেয়ায়
হাজার হাজার মানুষ অসুবিধায় আছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিনামূল্যে আইনি সেবা বিষয়ক সেমিনার

গণটিকা দান সফল করতে প্রচারণা চালাবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

নৌ পরিবহন প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে আর্থিক সহয়তা শতবর্ষী ভিক্ষুক আকবর আলীর

বীরগঞ্জে জমির সীমানা নিরসনের বৈঠকে মেম্বার কর্তৃক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত, থানায় মামলা

দিনাজপুরে বিএনপি’র প্রস্তুস্তি সভা অনুষ্ঠিত

হরিপুরে অবৈধভাবে বালু উত্তোলন জব্দ করলেন ইউনিয়ন ভুমি কর্মকর্তা

সেতাবগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিকদের পিপিই দিল বন্ধু ফাউন্ডেশন

পাকেরহাট বাজার ও হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নতুন ফিডারের উদ্বোধন

আটোয়ারীতে রাধানগর ইউনিয়নের সামাজিক সুরক্ষা বেষ্টনীর সুফলভোগীদের নিয়ে মতবিনিময় সভা

পীরগঞ্জে ট্রন্সফরমার চুরি করে পালানোর সময় দুই যুবক জনতার হাতে আটক